৫০ হাজার টাকা সমমূল্যের স্বাস্থ্যসেবা পাবে ১৫ লাখ পরিবার: স্বাস্থ্যমন্ত্রী

আগের সংবাদ

পটুয়াখালী করিম মৃধা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

পরের সংবাদ

বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ৮:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলছেন, ‘কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য সাধারণ মানুষের ওপর আক্রমণ, ভীতি সৃষ্টি ও অগ্নিসংযোগসহ কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে যা করা দরকার পুলিশ তা করবে। বাংলাদেশ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেই পারে, এবং করবে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে। বাংলাদেশ পুলিশ শতবর্ষের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য মনে করে প্রতিটি দিন হচ্ছে পুলিশের জন্য চ্যালেঞ্জিং দিন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্তিতি রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের দক্ষতা অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে।’
নারায়ণগঞ্জকে ঐতিহ্যবাহী শহর উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ বেশ শান্তিপ্রিয়। আইনশৃঙ্খলা পরিস্তিতি নিয়ন্ত্রণে এই জনপদ আগেও পুলিশের পাশে ছিলো। এজন্য আমি নারায়ণগঞ্জবাসীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা ভবিষ্যতেও এভাবেই পুলিশকে সহযোগিতা করবেন।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।