রাজধানী ও বিভাগের পর এবার তৃণমূলেও ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের প্রতিরোধ কর্মসূচি। বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলন ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সংঘাত-সহিংসতা ঠেকাতে দেশের মাঠ পর্যায়েও এই কর্মসূচি বিস্তৃত করে দিতে চায় তারা। এ লক্ষ্যে আজ শনিবার সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি।
নেতারা বলছেন, বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলনের বিপরীতে সংশ্লিষ্ট এলাকায় শান্তি সমাবেশের কর্মসূচি পালন করে আসছিল আওয়ামী লীগ। এতদিন পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে এই শান্তি সমাবেশের আয়োজন চলে আসছিল। কিন্ত আজ বিএনপি ও তার মিত্ররা যুগপৎভাবে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচির ডাক দিয়েছে। এর মধ্য দিয়ে আন্দোলনের নামে সারাদেশেই সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দিতে চাচ্ছে সরকারবিরোধী দলগুলো। এই অবস্থায় সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে এই শান্তি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই বিএনপি ও তার সহযোগীদের দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেবে না।
বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারাদেশের প্রতিটি জেলার সব ইউনিয়নেই একযোগে আজকের শান্তি সমাবেশের কর্মসূচি পালিত হবে। তবে শান্তি সমাবেশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট এলাকার সুবিধামতো সময়ে সমাবেশগুলো হবে, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা, মহানগর ও উপজেলা নেতারা এবং জনপ্রতিনিধিরা যোগ দেবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এসব শান্তি সমাবেশ আয়োজিত হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।