৪.৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের

আগের সংবাদ

প্রধানমন্ত্রী পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সূচনা করলেন : আলী আশরাফ

পরের সংবাদ

শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হতে হবে : সুলতান মৃধা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ৭:৫০ অপরাহ্ণ

আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজের নবীন বরন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি বুধবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধান কুমার শীলের সভাপতিত্বে ও ইংরেজী শিক্ষক মো. রুহুল আমিনের উপস্থাপনায় নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম মৃধা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মৃধা, সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অসীম মৃধা। আরও বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর আমেনা আক্তার শৈলী ও নবীব (কারিগরি) শিক্ষার্থী নাজমুন নাহার তুফা। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার পাল, ইসলামের ইতিহাসের প্রভাষক রোকসানা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হতে ভালভাবে মনোযোগ সহকারে লেখাপড়া করার আহবান জানান।