আন্দামান ও নিকোবরে একুশ দ্বীপের নামকরণ হচ্ছে ভারতীয় ২১ সৈন্যের নামে

আগের সংবাদ

বালুর স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু, আহত ২

পরের সংবাদ

জাতিকে সুন্দরভাবে উপস্থাপনে সংবাদ-মাধ্যম কাজ করে : শরীফুল ইসলাম

ঢাকা স্কাই নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:২১ অপরাহ্ণ

পটুয়াখালীতে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‌’দশ পেরিয়ে ১১-তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পটুয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে দুপুর ১২টায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে জাতিকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য প্রিন্টিং মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া কাজ করে থাকে। প্রত্যেক সাংবাদিকের উচিত নিজেকে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা। পটুয়াখালী জেলার উন্নয়ন কর্মকাণ্ড আপনারা তুলে ধরবেন। কোন ধরনের মিথ্যা সংবাদ আপনারা পরিবেশন করবেন না। সত্য তুলে ধরুন। আমাদেরকে আপনাদের পাশে পাবেন। কোথাও কোন ত্রুটি দেখলে আমাদের জানান, আমরা শুধরে নেব।

উপস্থিত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আপনারা যারা প্রবীণ সাংবাদিক আছেন, নতুনদের কাজ করার সুযোগ তৈরি করে দেবেন। কারণ আমরা কেউই সারা জীবন বেঁচে থাকব না। নতুনরা এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, শুভ হোক এশিয়ান টিভির ১১তম জন্মদিন। প্রতিযোগিতার ভিড়ে এশিয়ান টিভি এগিয়ে যাচ্ছে। ভালো কাজের স্বীকৃতি সবাইকে দেওয়া উচিত। ভালোকে ভালোই বলতে হয়। আর খারাপকে খারাপ। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পরামর্শ চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের ভিশনকে বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, এশিয়ান টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জেলা শহরের সবাইকে আইন মেনে বিল্ডিং নির্মাণ করা উচিত যাতে সড়ক সম্প্রসারণ, ময়লা নিষ্কাষণ ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়। তিনি জেলা প্রশাসনের সহায়তায় শিশু-কিশোরদের খেলার মাঠ প্রস্তুত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রবীণ সাংবাদিক অতুল চন্দ্র দাস বলেন, এশিয়ান টিভি উন্নয়নের জয়গান করুক এটাই আমাদের প্রত্যাশা।

ইত্তেফাকের জেলা প্রতিনিধি নির্মল কুমার রক্ষিত বলেন, মানবসভ্যতার ঊষালগ্নে প্রযুক্তির কল্যাণে আজ আমরা স্যাটেলাইট যুগে পদার্পন করছি। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে এশিয়ান টিভি আরও সমৃদ্ধ হোক- এই শুভ কামনা।

প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বলেন, প্রতি বছর শুভ জন্মের অনুষ্ঠান করার জন্য জেলা প্রতিনিধি আবুল হোসেন তালুকদারকে ধন্যবাদ।

প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি কাজী সামছুর রহমান ইকবাল বলেন, প্রতিযোগিতার ভিড়ে এশিয়ান টিভি তার নিজস্বতা ধরে রেখেছে।

সাবেক সভাপতি ও কাউন্সিলর কাজল বরণ দাস বলেন, এশিয়ান টিভি সবার। এশিয়ান টিভির অনুষ্ঠানগুলো আমাদের ভালো লাগে। এশিয়ান টিভির সাফল্য কামনা করছি।

সাবেক সভাপতি জাকির হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পটুয়াখালী প্রেসক্লাব তার ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে।

প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডেইলি স্টার-এর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন বলেন, গণমাধ্যম তখনই স্বার্থক হয় যখন দর্শকদের প্রত্যাশা পূরণ করে।

এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন তালুকদার বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি এশিয়ান টিভির ব্যবস্থাপনা পর্ষদকে। যারা আমাকে দীর্ঘ ১১ বছর করার সুযোগ করে দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি স্বপন ব্যানাজি। তিনি তার বক্তব্যে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানিয়ে জেলার সকল সাংবাদিকদের নিয়ে একত্রে পথ চলার আশা ব্যক্ত করেন।

দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান সুন্দর ও চমকপ্রদভাবে উপস্থাপন করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা স্কাইনিউজের সম্পাদক আলতাফ হোসেন জাকির, সময় টিভির স্টাফ রিপোর্টার মনির হোসেন বাদল, সমকাল ও আরটিভির জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, মানবজমিনের জেলা প্রতিনিধি জালাল উদ্দিন আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শংকর লাল দাস, যুগান্তর-এর জেলা প্রতিনিধি জাফর খান, জনকণ্ঠ ও ইনডেপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক বাংলা ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম নান্নু, জিটিভির জেলা প্রতিনিধি মাসুম খান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু ও মাইটিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান বাবলু প্রমুখ।