পটুয়াখালীতে অনাড়ম্বর পরিবেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পলিত

আগের সংবাদ

রাজপরিবারের গোপন তথ্য ফাঁস করে বাজারে প্রিন্স হ্যারির বই

পরের সংবাদ

বাংলাদেশ শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে

স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১১:৩৬ পূর্বাহ্ণ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৩ ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’-এর তৈরি করা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
বর্তমানে ১০১তম অবস্থানে রয়েছে। গত বছর এই সূচকে অবস্থান ছিল ১০৪তম।
মঙ্গলবার ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স।
মালদ্বীপ পাসপোর্ট সূচেক এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ। ৬১তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। প্রতিবেশী দেশ ভারত ৮৫তম স্থানে রয়েছে। ভারতের নাগরিকরা বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্তান পাওয়ায় হ্যানলি মোট ১০৯টি অবস্তান নির্ধারণ করেছে। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম স্তানে রয়েছে লিবিয়া ও কসোভো।
শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের নাগরিকরা ১৯৩টি দেশ এবং এরপরই সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।