পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
৩১ ডিসেম্বর শনিবার পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি কাজী শামসুর রহমান ইকবালের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন আবুল হোসেন তালুকদার।
প্রেসক্লাবের পুরাতন গঠনতন্ত্র সময়োপযোগী করার লক্ষ্যে সংশোধনী খসরা গঠনতন্ত্র উপস্থাপন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শংকর লাল দাস।
এ সময় অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, নবনির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সভাপতি কাজল বরণ দাস, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শংকর লাল দাস, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আফরিন জাহান নিনা, সদস্য বিলাস দাস, সঞ্জয় কুমার দাস লিটু, চিন্ময় কর্মকার, জাকির মাহমুদ সেলিম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিয়মিত সাংবাদিক সৈয়দ হুমায়ুন কবির, মোঃ শফিকুল ইসলাম সুমন, মির্জা আহসান হাবিব, আব্দুল কাইউম, মোঃ মিজানুর রহমান এনামুল ও মোঃ ইব্রাহিম সাঈদকে প্রেসক্লাবের নতুন সদস্য করা হয়।
সর্বশেষে প্রেসক্লাবের কার্যকরী কমিটির (২০২৩ মেয়াদের) নির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়কে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।