ঝিনাইদহের কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বদর উদ্দীন বুদো (৪০)। সে উপজেলার বলুহর প্রজেক্টপাড়ার মৃত সোবহান মণ্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলেও প্রকাশ পায় রাত ৯টার দিকে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, বেলা আড়াইটার দিকে প্রজেক্টপাড়া গ্রামের জিয়া নামে এক ব্যক্তি নিজ বাড়ির সামনে ধান মাড়াই করছিলেন। এ সময় ধুলা উড়ে ঘরে যাচ্ছে বলে প্রতিবেশী বদর উদ্দীন বুদো বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় জিয়ার লোকজন বুদোকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে বিকাল ৫টার দিকে মারা যান বুদো। রাতে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
# শেখ দৌলত