নিজেকে বিয়ে তরুণীর, ২৪ ঘণ্টা না পেরোতেই চান ডিভোর্স

আগের সংবাদ

সাসপেন্ড এক, সরকারি আরেক কর্মকর্তাকে অব্যাহতি

পরের সংবাদ

৩–০ করতে পারলে বড় হবে পুরস্কারের অঙ্ক : বিসিবি সভাপতি

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০৩ অপরাহ্ণ

ম্যাচ–পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই সব ক্রিকেটারের ডাক পড়ল বোর্ড সভাপতি নাজমুল হাসানের সভায়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের রেশ থাকল সেই সভায়ও। বড় দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়া হয়। কালও সে ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা। তবে বোর্ড সভাপতি টাকার অঙ্কটা বলেননি। সেটা নাকি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচের পর জানানো হবে। বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করতে পারলে অঙ্কটা বড় হবে, এমন আভাসও ছিল বোর্ডপ্রধানের কথায়।
সভা শেষে নাসুম আহমেদ ও শামীম হোসেনকে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায়। দুজনের মুখেই চওড়া হাসি। সিরিজ জয়ের আনন্দ দুজনের চোখে–মুখে। শামীম কাল একাদশে ছিলেন না, কিন্তু দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমে মঈন আলীর ক্যাচ নিয়েছেন। সিরিজ জয়ে এটুকু অবদান রাখতে পেরেই খুশি, ‘মাঠে নেমেছি। ফিল্ডিং করতে পেরেছি। একটা ক্যাচ ধরেছি। এটাই অনেক।’
দলের আরেক তরুণ ক্রিকেটার হাসান মাহমুদের অবদানটা অবশ্য অল্প বলা যাবে না। ২ ওভার বল করে ১০ রান দিয়ে হাসানের শিকার ১ উইকেট। তবে সেই একমাত্র উইকেটটি ইংলিশ অধিনায়ক জস বাটলারের। যে মাঠে ম্যাচজুড়ে দাপট ছিল স্পিনের, সেখানে তিনি গতির ঝড় তুলে উপড়ে ফেলেছেন বাটলারের স্টাম্প। ওই মুহূর্তের অনুভূতিটা অবশ্য প্রকাশ করতে পারছিলেন না এই তরুণ, ‘বুঝিয়ে বলতে পারব না ওই আউটটা কেমন ছিল। অবিশ্বাস্য!’ হাসানের চোখ যে এখন ইংল্যান্ডকে ধবলধোলাইয়ে, সেটাও লুকালেন না, ‘অবশ্যই। এখন তো সেটাই লক্ষ্য।’
অবিশ্বাস্য ছিল জয়ের মুহূর্তটাও। ইংল্যান্ডের ডেথ বোলিং বিশেষজ্ঞ বলা হয় যেই ক্রিস জর্ডানকে, তাঁকে দুটি চার মেরে জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ। এক বোর্ড পরিচালক খেলা শেষে মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের সময় ঘোষণা দিচ্ছিলেন, ‘তাসকিন এখন বাংলাদেশের নতুন এক ব্যাটসম্যান।’
ম্যাচ শেষে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না জয়ের আরেক নায়ক নাজমুল হোসেন। সতীর্থদের সঙ্গে উল্লাস করতে গিয়ে গলা ভেঙে গেছে তাঁর। এই ভাঙা গলায়ই এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান বললেন ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়া করার কথা। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১১৭ রানের ছোট্ট স্কোরের পেছনে ছুটতে গিয়ে যে স্নায়ুর চাপ অনুভব করেছেন, সে কথা।