পায়রা বন্দরের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ

আগের সংবাদ

নিজাম উদ্দিন সভাপতি, জুয়েল মৃধা সম্পাদক

পরের সংবাদ

সাকিবের সঙ্গে আমার দ্বন্দ্ব নেই : তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ২:০০ অপরাহ্ণ

সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে তামিম ইকবালের। সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু এ কথা অস্বীকার করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এমনকি ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
২৬ ফেব্রুয়ারি রোববার মিরপুরে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, সাকিবের সঙ্গে আমার কোন দ্ব›দ্ব নেই। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক বলেন, পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ সাফল্য পেত না।
তিনি বলেছেন, ‘দলের আবহাওয়া খুব ভালো; অনেক দিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’
আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর তৃতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। আপাতত শুধু মাঠের লড়াইয়ে ফোকাস করতে চান তামিম ইকবাল।