প্রথম শেখ রাসেল ইয়ুথ র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৩

আগের সংবাদ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

পরের সংবাদ

দাবায় চ্যাম্পিয়ন আযান (বালক), রাফিয়া ইসলাম চ্যাম্পিয়ন (বালিকা)

চাঁদপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা স্কাইনিউজ স্পোর্টস

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১১:০৮ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শেখ কামাল অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র হিসেবে পরিচয়ে কাজ করেননি। তিনি ক্রীড়া, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। অনেকগুনে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তার চলনে বলনে কোনভাবেই বোঝা যেত না তিনি প্রধানমন্ত্রীর পুত্র। তিনি সহজ সরলভাবে চলাফেরা করতেন।

৪ জানুয়ারি বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফটোসেশনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ক্ষুদে দাবাড়ু সাফায়াত কিবরিয়া আযান

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও পৌর মেয়র জিল্লুর রহমান।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে গেমস্ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। খেলায় জেলার ৮ উপজেলার অনূর্ধ্ব-১৭ বয়সী তরুণ-তরুণীরা অংশ নেয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করে সাফায়াত কিবরিয়া আযান

চাঁদপুর জেলায় আন্তঃউপজেলা পর্যায়ের খেলায় ২টি দলগত এবং ৪টি ব্যাক্তিগত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই গেমস ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

খেলায় দলগত ইভেন্টে রয়েছে ফুটবল বালক বালিকা ও কাবাডি।

খেলায় উপস্থিত হন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল

ব্যক্তিগত ইভেন্টে রয়েছে দাবা (বালক), ব্যাডমিন্টন (বালক), টেবিল টেনিস (বালক) ও এ্যাথলেটিক্স (বালক ও বালিকা)।

চাঁদপুরে কাবাডির ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা ৩০-২৯ পয়েন্টে হাইমচর উপজেলাকে হারিয়ে জয়ী হয়। ফুটবলে হাজীগঞ্জ উপজেলা ৩-০ গোলে মতলব উত্তর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রশান্ত সাহাকে হারিয়ে শিরোপা জেতেন ক্ষুদে দাবাড়ু সাফায়াত কিবরিয়া আযান

গতকাল অনূর্ধ্ব-১৭ দাবায় বালক বিভাগে চ্যাম্পিয়ন সাফায়াত কিবরিয়া আযান, রানারআপ প্রশান্ত সাহা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাফিয়া ইসলাম, রানারআপ মেহেজাবিন পাটওয়ারী।