আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের হাসিঠাট্টা নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে জেতার পর আর্জেন্টিনার উৎসবের অন্যতম অনুষঙ্গ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। একাধিকবার তাঁকে নিয়ে হাসিঠাট্টায় মেতেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালের পর ড্রেসিং রুমে ‘এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা’র পর বুয়েনস এইরেসে ফিরে ‘পুতুল এমবাপ্পে’ নিয়েও মজা করেছিলেন তিনি।
দৃষ্টিকটু সেই উদ্যাপনে আপত্তি জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) চিঠিও পাঠিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি ক্রীড়ামন্ত্রীও। এ ছাড়া এমিলিয়ানোর সমালোচনা করেছেন সাবেক ফুটবলারদের অনেকেও।
তবে আসল কথা হচ্ছে, এমবাপ্পে এ বিষয়ে মাথা ঘামাতে রাজি নন কিংবা এ নিয়ে আলাপে সময় নষ্ট করতে চান না তিনি। তিনি জানান ’উদ্যাপন’ নিয়ে আমার সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে সময় নষ্টের মানে হয় না। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া।
১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে হারের তিন দিন পরই পিএসজির অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। এত দ্রুত ফিরে আসার মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছিলেন জিজ্ঞেস করা হলে ফরাসি ফরোয়ার্ডের জবাব, ‘সাধারণ বার্তা। জাতীয় দলের সঙ্গে কী হয়েছে, সেটার সঙ্গে ক্লাবের সম্পর্ক নেই। পিএসজি আলাদা সত্ত্বা। এখানে সম্ভাব্য সব ট্রফি ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর।