নিখোঁজের দেড় মাস পর যুবকের লাশ মিলল সেপটিক ট্যাংকে

আগের সংবাদ

সারার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বরুণ

পরের সংবাদ

পুজারার বিরুদ্ধে লায়নের বিশেষ ছক তৈরি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০ , ১১:৫২ পূর্বাহ্ণ

বিরাট কোহালি ফিরে যাওয়ায় মেলবোর্ন টেস্টে নেথান লায়ন বনাম চেতেশ্বর পুজারার লড়াই অনেকটা জোরালো হচ্ছে। গত সিরিজে অস্ট্রেলীয় বোলারদের সামলে মেলবোর্নে সেঞ্চুরি করেছিলেন পুজারা। আবার চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লায়নের শিকার হন ভারতীয় ব্যাটিংয়ের ভরসা। এবার বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলীয় অফস্পিনার লায়ন জানালেন, পুজারার জন্য বিশেষ কিছু পরিকল্পনা আছে তার। বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে লায়ন বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই, পুজারা বিশ্বমানের ব্যাটসম্যান। বাকি টেস্টগুলোয় ও আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সিরিজ শুরুর আগে আমরা পুজারাকে নিয়ে অনেক আলোচনা করেছিলাম। অ্যাডিলেডে আমাদের কয়েকটা পরিকল্পনা খেটে গিয়েছে। ওর জন্য আমাদের আরও কয়েকটা পরিকল্পনা তৈরি আছে। প্রয়োজনে কাজে লাগানো হবে।’’

অ্যাডিলেডের প্রথম ইনিংসে দেখা গিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা লায়নকে একটু আক্রমণই করেছেন। মেলবোর্নেও যে সে রকম কিছু হতে পারে, তা জানেন অস্ট্রেলীয় অফস্পিনার। বলেছেন, ‘‘আমাদের পেস আক্রমণ দারুণ। তাই মনে হয় ভারতীয় ব্যাটসম্যানরা আমাকে আবার আক্রমণ করারই চেষ্টা করবে। এতে অবশ্য আমার কোনও সমস্যা নেই।’’ মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া আবার পাচ্ছে না ডেভিড ওয়ার্নারকে। তাঁর কুঁচকির চোট পুরোপুরি সেরে ওঠেনি।

তা ছাড়া সিডনি থেকে আসা ওয়ার্নার এবং শন অ্যাবট বক্সিং ডে টেস্টের আগে দলের জৈব নিরাপত্তা বলয়েও যোগ দিতে পারবেন না। এ দিন আবার অন্য একটি কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্র হয়ে ওঠেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ‘ডন ২’ সিনেমায় শাহরুখ খানের অ্যাকশন দৃশ্যে কিং খানের শরীরে নিজের মুখ বসিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার। ভিডিয়ো পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘‘বড্ড বেশি হিংসাত্মক দৃশ্যের জন্য দুঃখিত।’’

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত