পৃথিবীর অন্য যে কোনো খেলার চেয়ে ম্যাচ পাতানোর ঘটনা বেশি দেখা যায় ক্রিকেটে। ক্রিকেটাররা জুয়ারিদের পাল্লায় পরে ইচ্ছে করে ম্যাচে খারাপ খেলেন। মাত্র ২ দিন আগে আফগানিস্তানের শফিকুল্লাহর ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৬ বছর নিষিদ্ধ হওয়ার খবর বের হয়।
আইসিসি এই ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে ভীষণ তৎপর। কিন্তু তবুও খেলোয়াড়রা ঠিকই জড়িয়ে পরছেন ম্যাচ ফিক্সিংয়ে। ফলে নস্ট হচ্ছে ক্রিকেটের আসল সৌন্দর্য্য। আর তাই তো ম্যাচ ফিক্সারদের ধরতে অভিনব এক প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রজিম রাজা। আর ম্যাচ ফিক্সারদের ধরতে তার প্রস্তাব হলো লাই ডিটেক্টর বা মিথ্যা কথা ধরার যন্ত্র ব্যবহার করা। নিজের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় এই প্রস্তাব দেন রজিম।
তিনি বলেন, ‘যদি এমন একটি যন্ত্র থাকতো যেটি ফিক্সারদের মনের কু বাসনা ধরতে পারবে। তাহলে আমরা সহজেই তাদের আলাদা করতে পারতাম আর তাদের ধরে ফেলতে পারতাম।’
আর রমিজ জানিয়েছেন এ ক্ষেত্রে লাই ডিটেক্টর ব্যবহার করা যেতে পারে। খেলোয়াড়দের যেমন নিয়মিত ডোপ টেস্ট করা হয় ঠিক সেভাবে এই লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা যেতে পারে। রমিজ বলেন, ‘একটা লাই ডিটেক্টর ব্যবহার করা যেতে পারে এজন্য। যেমনটা ডোপ টেস্ট করা হয় খেলোয়াড়দের ঠিক সেভাবে তাদের লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা যেতে পারে। আমাদের এটি করা উচিত কারণ এতে বের করা যাবে কোনো খেলোয়াড় কোনোদিন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল কি না।’