যে কারণে হতাশ কামিন্স

আগের সংবাদ

বিশ্বকাপ নিয়ে এখনো আশাবাদী আইসিসি

পরের সংবাদ

বোলারদের টেস্ট খেলার পরামর্শ ওয়াসিম আকরামের

ঢাকা স্কাই নিউজ

প্রকাশিত: মে ১১, ২০২০ , ৮:৩৯ অপরাহ্ণ

টেস্ট ক্রিকেটে বোলার- ব্যাটসম্যান নিজেকে প্রমাণের সমান সুযোগ পেয়ে থাকেন। সাদা পোশাকের এই খেলায় সামর্থ্যের প্রমাণ দিয়ে ম্যাচ জেতার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই বোলিং শেখার জন্য বর্তমান সময়ের বোলারদের বেশি বেশি টেস্ট খেলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইতিহাসের অন্যতম সেরা এ পেসারের মতে, টি- টোয়েন্টিতে শেখার মতো কিছুই নেই।

বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট সম্পূর্ণ ব্যাটসম্যানদের দখলে। যেখানে বোলারদের কাজ শুধু ব্যাটসম্যানদের রান বাড়ানোর জন্য বোলিং করে যাওয়া। এমনকি ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেটেও দেখা যায় একই চিত্র। সীমিত ওভারের ক্রিকেটের চেয়ে লঙ্গার ভার্শনের চ্যালেঞ্জটাই বেশি। তাই বোলারদের বেশি টেস্ট খেলার প্রতি গুরুত্ব দিয়েছেন সাবেক তারকা বোলার ওয়াসিম আকরাম।

আকাশ চোপড়ার সঙ্গে এক কথোপকথনে তিনি বলেন, ‘বর্তমানে এত বেশি ক্রিকেট হচ্ছে, যেটা সবকিছু বদলে দিয়েছে। টি- টোয়েন্টি ক্রিকেটে কখনও একজন বোলার তৈরি করতে পারবে না। আমরা যখন খেলতাম, তখন ছয় মাস থাকত জাতীয় দলের আর বাকি ছয় মাস কাউন্টি ক্রিকেট। তরুণ বোলারদের বলবো, বোলিং শেখার জন্য বেশি বেশি লাল বলের ক্রিকেট খেলো।’

ওয়াসিম আরো বলেন, ‘টি-টোয়েন্টি অন্যরকম, বিনোদন হিসেবে বেশ ভালো। এখানে অনেক টাকা রয়েছে। আমিও খেলাধুলায় টাকার পক্ষে। তবে আমি টি-টোয়েন্টি পারফরম্যান্স দিয়ে কোন বোলারকে মাপি না। আমি তখনই কাউকে মূল্যায়ন করি, যখন লঙ্গার ভার্শনে তাদের খেলতে দেখি