করোনা ভাইরাসের প্রকোপ কমে গেলে হয়তো ক্রিকেট খেলতে মরিয়া হয়ে উঠবে সব দল গুলো। তখন ভাইরাসের কারণে ক্রিকেটের কিছু নিয়ম কানুন বদলে যেতে পারে। যেমন ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বলে থুতু লাগানোর অভ্যাসে হয়তো পরিবর্তন আনতেই হবে। কিন্তু এমন নিয়মে মোটেও খুশি হতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তার মতে, নতুন নিয়মে ফাস্ট বোলারদের প্রধান অস্ত্র সুইংটাই তো আর থাকছে না!
আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে সত্যিকার অর্থেই আক্ষেপ ঝরে পড়েছে অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের কণ্ঠে। করোনা সংকট কাটিয়ে ক্রিকেট আবার মাঠে ফিরলেও আপাতত বলের সৌন্দর্য ধরে রাখতে ফাস্ট বোলাররা থুথু বা ঘাম ব্যবহার করতে পারবেন না। করোনার সংক্রমণ এড়াতে সম্প্রতি এই নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব স্পোর্টস (এআইএস)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আবার অনুশীলনে ফেরা থেকেই মানতে হবে নতুন এই নিয়ম।
এমন নিয়মে মোটেই খুশি হতে পারেননি আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কামিন্স। কেকআরডটইনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন ফাস্ট বোলার হিসেবে বল উজ্জ্বল করার অধিকার আমার আছে।’
ফাস্ট বোলাররা বল উজ্জ্বল করতে না পারলে সুইং, রিভার্স সুইং করাতে পারবে না। এতে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য অনেকটাই কমে যাবে বলে মনে করেন কামিন্স। এ বিষয়ে তিনি বলেন, টেস্ট ক্রিকেট কেন সবাই পছন্দ করে? কারণ এর অনেক শৈল্পিক দিক আছে। এখানে সুইং বোলার থাকে, স্পিনার থাকে, আসলে টেস্ট ক্রিকেটকে শিল্পিত করে তুলতে যা যা প্রয়োজন, এর সবই খেলাটিতে থাকে।’