মহামারী করোনা ভাইরাসের প্রকোপে ছিন্ন-বিচ্ছিন্ন জন-জীবন। ঘরবন্দি হতে হয়েছে পৃথিবীর সকল মানুষকে। দীর্ঘ সময় ধরে লকডাউনে থেকে একদিক থেকে যেমন মানুষ কর্মহীন হয়ে আছে, তেমনই মানসিকভাবে এক অস্থির অবস্থায় দিন যাপন করতে হচ্ছে।
এমনই এক সংকটের সময়ে ঘরবন্দি মানুষগুলো করে যাচ্ছে সৃজনশীল সব কাজ। পেশাগত কিছু কাজও করছেন বাড়ীতে থেকেই।
কলকাতার থিয়েটারকর্মী সুস্মিতা বিশ্বাস বাড়িতে থেকেই বিভিন্ন নাটকের পাঠাভিনয় সহ নাটকের অংশ বিশেষ অভিনয় করে সোশ্যাল মাধ্যম সহ নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন।
এ বিষয়ে সুস্মিতা বিশ্বাস বলেন, আসলে আমরা যারা সৃজনশীল কাজে যুক্ত রয়েছি তাদের কোনো বাঁধাই আঁটকে রাখতে পারে না। মঞ্চে গিয়ে হয়তো অভিনয়টা করতে পারছি না ; কষ্ট হচ্ছে। তারপরেও এই ভাইরাস মোকাবিলায় যেহেতু ঘরে রয়েছি সেহেতু নাটকের কিছু অংশ পাঠ ও অভিনয় করে ভিডিও নির্মাণ করছি। এছাড়াও কিছু স্ক্রিপ্ট রয়েছে। যেগুলোর কাজ লকডাউন শেষে শুরু হবে সেগুলো পড়ছি।