আমি পূজনীয় কিংবা পূজারী হতে চাই
এ ছাড়া অন্যথা সুখ নাই।
*
উদীয়মান ভোরের সূর্যের পানে
আমি প্রত্যহ ছুটি পতঙ্গের মতো।
*
জ্ঞানীর রসিকতায় মধু পড়ে
মুর্খের রসিকতায় রক্ত ঝরে।
*
দুরাত্মার আত্মীয় আমি
নরক আমার জন্যে।
*
বৃক্ষের শাখা যত প্রসারিত
শিকড় তত বিস্তৃত।
-জামাল উদ্দিন আহমাদ