পতঙ্গবৃত্ত মন আমার
পাখা মেলে আগুনে।
*
আগুনের ফুল দেখে মুগ্ধ হলাম
উত্তাপ নিতে গিয়ে দগ্ধ হলাম।
*
দুরান্তপনা দেখে বিস্মিত হই
তুমি কাঁদবে নাকি কাঁদাবে?
*
রাজত্ব আমি পাইনি-
পেয়েছি অনেক রাজ্যের স্বপ্ন।
*
শ্রাবণে আকাশ কাঁদে
চৈত্রে কাঁদে মৃত্তিকা।
-জামাল উদ্দিন আহমাদ