কাব্যোক্তি : গুচ্ছ-৫

আগের সংবাদ

কাব্যোক্তি : গুচ্ছ-৭

পরের সংবাদ

কাব্যোক্তি : গুচ্ছ-৬

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: জুন ২৩, ২০২০ , ১:৪৭ অপরাহ্ণ

 

কালো মানুষকে যেমন সাদা হওয়া কঠিন
তার চেয়েও কঠিন আমাদের সভ্য হওয়া।
*
একাকিত্ব মানুষকে নীরবে কাঁদায়
আর অর্থকষ্ট নিদারুণ ভোগায়।
*
নির্লোভ মানুষ অতটা উদার হতে পারে না
যেমনি উদারতা দেখিয়ে লোভীরা লোক ভোলোয়।
*
বনের পাখি যদি খাঁচায় সুখী হতো
তবে আমি তাকে সোনার খাঁচায় বাঁধতাম।
*
আমি সৈনিক তুমি সেবিকা
আমি বীর তুমি রূপসী অঙ্গনা।

 

-জামাল উদ্দিন আহমাদ