সৃষ্টির তরে কল্যাণ ধারা করিয়া বর্ষণ
তৃপ্ত হন মহান দাতা প্রভু নিরঞ্জন।
*
ফুল ফুটে ফুটে যদি না ঝড়ে যায়
কি করে নতুন ফুল ফুটবে তথায়।
*
দুর্গ অপেক্ষা মানুষের মন জয় করা কঠিন
তার চেয়েও কঠিন আত্মনিয়ন্ত্রণ।
*
জৈবদেহের লিঙ্গভেদ হয়-
আত্মার বিচারে কেউ নারী-পুরুষ নয়।
*
পরিণয়ে প্রেমের মৃত্যু হয়-
জীবন-সংসার যুদ্ধময়।
-জামাল উদ্দিন আহমাদ