সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু হুসেইন আল-কুরাইশিকে হত্যা করেছে তুরস্ক। গত শরতে আইএসের পূর্ববতী প্রধান আবু আল-হাসান আল-হাসেমি আল-কুরাইশি নিহত হওয়ার পর গোষ্ঠীটির দায়িত্ব নিয়েছিলেন আবু হুসেইন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবু হুসেইন নিহত হওয়ার খবরটি ঘোষণা দেন। স্থানীয় সংবাদমাধ্যম টিআরটি ট্রাকের কাছে এরদোয়ান দাবি করেন, শনিবার অভিযান চালিয়ে আইএসের এই নেতাকে হত্যা করে তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থা। তবে এই ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের খবরে এই কথা বলা হয়। তবে বিবিসির পক্ষ থেকে এরদোয়ানের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এরদোয়ান বলেন, দীর্ঘদিন ধরেই কুরাইশির গতিবিধি নজরদারিতে রেখেছিল এমআইটি গোয়েন্দা সংস্থা। কোনো ধরনের বিভেদ ছাড়াই আমরা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তবে তিনি অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।