সোমবার (৬ মার্চ) দুর্গম সেরাসান দ্বীপের বনাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ভূমিধসের অবস্থান ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে অনুসন্ধানের পাশাপাশি উদ্ধারকাজও জটিল হয়ে পড়েছে।
নাটুনা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুর রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ৫০ জন নিখোঁজ রয়েছেন। আবহাওয়া বদলে যাচ্ছে। বাতাস এখনও জোরে বইছে।
ইন্দোনেশিয়া বর্ষাকালে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে, কিছু জায়গায় বন উজাড়ের কারণে এই সমস্যা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘায়িত ভারী বৃষ্টিপাতের ফলে দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দুর্যোগ সম্ভবত আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।