পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আগের সংবাদ

বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া

পরের সংবাদ

রাশিয়ায় কখনো হামলার ছক করেনি পশ্চিমারা : বাইডেন

স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩ , ১০:৩২ পূর্বাহ্ণ

‘পশ্চিমা শক্তি কখনো রাশিয়াকে নিয়ন্ত্রণে নেওয়ার বা দেশটিকে হামলার ছক আঁকেনি।’
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দেওয়া ভাষণের পর এমন বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের।
বাইডেন বলেন, ‘রাশিয়ার নাগরিকদের উদ্দেশে বলতে চাই, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোন দেশ কখনো রাশিয়াকে ধ্বংস বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। পুতিন যেভাবে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ ভুল।’
এর আগে রাশিয়ায় জাতির উদ্দেশে ভাষণে পুতিন বলেন, পশ্চিমাদের উস্কানির কারণেই ইউক্রেন যুদ্ধ এতোদূর গড়িয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের এ যুদ্ধের জন্য দায়ী করেন পুতিন।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলেছে পরশু ২৪ ফেব্রুয়ারি। এর আগে গোপনে কিয়েভ সফর করেছেন জো বাইডেন। তার সফরের একদিন পরই রাশিয়ায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে অসীম শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্তগিত ঘোষণা করেছেন পুতিন।