ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আগের সংবাদ

৫ সদস্যের তদন্ত কমিটি

পরের সংবাদ

পাকিস্তান এখন দেউলিয়া : প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ১১:২৬ পূর্বাহ্ণ

পাকিস্তানে প্রতি লিটার পেট্টোলের দাম এখন ২৭২ রুপি। খোলা দুধের দাম প্রতি লিটার ২৫০ রুপিতে পৌঁছেছে। মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৮০ রুপিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ৩ বিলিয়ন ডলারে। মুদ্রাস্ফীতি অন্তত ৩৮ শতাংশ।

২৪ কোটির বেশি জনসংখ্যার দেশটির এ কয়েকটি চিত্রই বলে দিচ্ছে কী ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে সেখানে। তবে এটা হঠাৎ করেই আসেনি। বেশ কিছু দিন ধরেই বিশেষজ্ঞরা বলে আসছিলেন, যে কোনো সময় খেলাপি বা দেউলিয়া হতে পারে পাকিস্তান। এবার সেই আশঙ্কার ধোঁয়াশা দূর করলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, পাকিস্তান ইতোমধ্যেই খেলাপি হয়ে গেছে। আর এ জন্য তিনি পাকিস্তানের সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদসহ সবাইকে দায়ী করেছেন।

শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে বক্তৃতায় প্রভাবশালী এই মন্ত্রী বলেন, ‘আপনারা হয়তো শুনে থাকবেন যে, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা খেলাপি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা বিপর্যয়কর পতন বা ভাঙনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা ইতোমধ্যেই হয়ে গেছে। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা গত সাত দশকে সংবিধান ও আইনের শাসনের প্রতি সম্মান না দেখানোরই ফল।