অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবেন

আগের সংবাদ

পটুয়াখালীতে ১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬৪০ টাকায়

পরের সংবাদ

এবার চীনের জলসীমায় উড়ছে ‘রহস্যময় বস্তু’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ১০:২৭ পূর্বাহ্ণ

উত্তর ও দক্ষিণ আমেরিকার আকাশে চীনা গোয়েন্দা বেলুনের ওড়াউড়ি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই এবার চীনের আকাশে ‘রহস্যময় বস্তু’ শনাক্ত হয়েছে। তবে উড়ন্ত বস্তুটি আসলে কী, তা নিশ্চিত করতে পারেনি চীনা প্রশাসন। নিজস্ব জলসীমায় উড়ে চলা বস্তুটি গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছে চীন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের বন্দর নগরী কুইংদাওয়ের জলসীমায় রহস্যময় বস্তু উড়তে দেখা গেছে। কুইংদাওয়ের জিমো ডিস্ট্রিক্টের সমুদ্রবিষয়ক উন্নয়ন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যময় উড়ন্ত বস্তুটি গুলি করে নামানোর প্রস্তুতি নিয়েছে। এ জন্য সেখানকার ব্যস্ততম বন্দর ও জেলেদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।