পটুয়াখালীতে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কম্বল বিতরণ

আগের সংবাদ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ত্রিশালে ৬ রাজাকারের মৃত্যুদণ্ড

পরের সংবাদ

ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো নিয়ে ন্যাটোসহ ৫০ দেশের মতবিরোধ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ৯:৫৮ পূর্বাহ্ণ

ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে জার্মানিতে ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ন্যাটো ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘ আলোচনা করেছেন। কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে শুক্রবারের সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের এম ১ আব্রামস ট্যাঙ্ক এবং জার্মানির লিওপার্ড-২ পাঠানোর বিষয়ে সিদ্ধান্তে পৌছাতে পারেনি মিত্ররা। চুক্তি না পাওয়ার কারণে শিগগিরই ট্যাঙ্ক পাচ্ছে না ইউক্রেন। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের।
জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই আলোচনা। পরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন বলেন, লিওপার্ড ২ ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জার্মানি। ওয়াশিংটন নিজস্ব এম ১ আব্রামস ট্যাঙ্ক পাঠাতে রাজি। তবে এই অবস্থান আগামীতে পরিবর্তন হবে কিনা, তা নিশ্চিত নয়।
ক্ষতিগ্রস্ত যুদ্ধবহর শক্তিশালী করতে কিয়েভ বারবারই আধুনিক পশ্চিমা যুদ্ধট্যাঙ্ক পাঠানোর অনুরোধ করে আসছে। সম্প্রতি অল্পসংখ্যক চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক দেওয়ার কথা জানিয়েছে ব্রিটেন। আগামী কয়েক মাস রুশ হামলা প্রতিরোধে সহায়তায় অন্য দেশগুলোকেও ট্যাঙ্ক পাঠানোর অনুরোধ করেছে যুক্তরাজ্য। বৈঠকে লিওপার্ড ২ ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে অন্য দেশগুলোকে অনুমতি দেওয়া হবে, কিংবা নতুন চুক্তি হবে বলে আশা করেছিল ইউক্রেন। কিন্ত কয়েকদিন আলোচনা করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জার্মানি ও যুক্তরাষ্ট্র। চুক্তি না হওয়ায় নিজস্ব এই ট্যাঙ্ক পাঠাতে পারবে না অন্য ৫৪টি দেশও। কারণ, এতে জার্মানির অনুমোদন দরকার।
বৈঠকে বার্লিন এবং ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, চুক্তি না হলেও তাঁরা হাল ছাড়ছেন না। যে কোনো সময় পাঠাতে পারেন ট্যাঙ্ক। তাঁরা ইউক্রেনকে সহায়তা করতে অন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
অস্টিন বলেন, ট্যাঙ্ক ও সাঁজোয়া যান পাঠিয়ে ইউক্রেনের চাহিদা পূরণে বড় রকম চাপ রয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে। জার্মানির প্রতিরক্ষা সচিব বরিস পিস্টোরিয়াস বলেছেন, বার্লিন তার লিওপার্ড ট্যাঙ্কের প্রশিক্ষণ দেবে। ভবিষ্যৎ চুক্তির জন্য ট্যাঙ্কগুলোর একটি তালিকাও করা হবে।
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদেমির জেলেনস্কি শুক্রবার ভাষণে বলেন, প্রতিরক্ষার ট্যাঙ্ক ছাড়া আমাদের কোন বিকল্প নেই। ট্যাঙ্ক যত তাড়াতাড়ি পাব তত ইউক্রেনের জন্য ভাল।