আফগানিস্তান থেকে ৫০ জন কূটনীতিক এবং নিরাপত্তা কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। এরা সবাই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে কর্মরত ছিলেন।
আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজে করে আফগানিস্তান থেকে তাদেরকে নয়া দিল্লিতে ফেরানো হয়েছে।
কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে কূটনীতিকদের পাশাপাশি সাধারণ কর্মী এবং নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। কান্দাহার কনস্যুলেটের খুব কাছাকাছি এলাকাতেই গোলমালের ঘটনা ঘটছে বলে ভারত সরকার জানতে পেরেছে। তবে কনস্যুলেট স্থানীয় কর্মীদের দিয়ে খোলা রাখা হবে বলে জানা গেছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কান্দাহার কনস্যুলেট থেকে সাময়িকভাবে কর্মকর্তা-কর্মচারীদেরকে দেশে ফেরানো হয়েছে। ভারত সরকার আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত সপ্তাহে নয়া দিল্লি থেকে জারি করা একটি সতর্কবার্তায় আফগানিস্তানে কর্মরত ও অবস্থানরত প্রত্যেক ভারতীয়কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : পার্সটুডে