তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে লেবানন, ইরাক ও সিরিয়ার পথে হাঁটতে হবে: আফগান প্রেসিডেন্ট

আগের সংবাদ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক করব না: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২১ , ৮:৩৩ অপরাহ্ণ

ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। ইরাকের পশ্চিমের আল আনবার প্রদেশে এই হামলা হয়েছে বলে সংবাদ সংস্থা ‘সাবেরিন নিউজ’ জানিয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।

ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সূত্র : পার্সটুডে