ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, দখলদার ইসরাইল ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আজ (শনিবার) এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন, এই অঞ্চলে ইসরাইলের কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যতে এখানে তাদের কোনো জায়গা হবে না।
তিনি লিখেছেন, ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরাইল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলেছে এবং বাহরাইনও তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে এসব দেশের শাসকরা ইসরাইলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণতি সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না।
দখলদার ইসরাইলি ব্যবস্থা খোদ ইহুদিদেরকেই জিম্মি করে রেখেছে বলে তিনি জানান।
ফিলিস্তিনকে জবরদখল করে ১৯৪৮ সালে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্ণবাদী জায়নিস্টরা। এরপর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে সেখানে জড়ো করেছে। সূত্র : পার্সটুডে