আগামী সেপ্টেম্বর মাস থেকে ইরানে প্রতি মাসে প্রায় এক কোটি করোনার টিকা তৈরি হবে বলে জানিয়েছেন করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের মুখপাত্র আলী রেজা রায়িসি।
তিনি আজ (শুক্রবার) আরও বলেছেন, এসব টিকা ইরানে উৎপাদিত হবে। এর মধ্যে প্রতি মাসে ৭০ লাখ কোভইরান বারাকাত, ১০ লাখ পাস্তুর এবং ১০ লাখ স্পুতনিক টিকা তৈরি করা হবে। ইরান এরিমধ্যে দেশের ভেতরেই রাশিয়ার স্পুতনিক টিকা তৈরিও শুরু করেছে।
এই মুখপাত্র আরও বলেছেন, দেশে উৎপাদিত টিকার পাশাপাশি প্রতি মাসে প্রায় ২০ লাখ টিকা বিদেশ থেকে আমদানি করা হবে। এর ফলে আগামী আট মাসের মধ্যে ইরানের সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে।
ইরানে ছয় কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিকে, ইরানে আজও ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২৭ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৩৬ জন। ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৪ হাজার ৫১৬ জন মারা গেছেন। সূত্র : পার্সটুডে