ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

আগের সংবাদ

আমাদের কাছে ৭,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে: আইআরজিসি

পরের সংবাদ

ইরাকের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাশ্‌দ আশ শাবির সামরিক কুচকাওয়াজ; রয়েছে সুস্পষ্ট বার্তা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২১ , ১০:০৬ অপরাহ্ণ

ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনী হাশ্‌দ আশ শাবির সামরিক কুচকাওয়াজ শত্রুদের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। এই মহড়ায় দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি নিজে উপস্থিত ছিলেন। হাশ্‌দ আশ শাবি বাহিনীর তথ্য কর্মকর্তা মাহান্দ আল আকাবি আজ (রোববার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, এই কুচকাওয়াজের মধ্যদিয়ে শত্রুদের অপপ্রচার নস্যাৎ করা হয়েছে। হাশ্‌দ আশ শাবি যে দেশরক্ষায় সদা-সোচ্চার এবং অতীতের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী তা সবার কাছে তুলে ধরা হয়েছে।

গতকাল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাশ্‌দ আশ শাবি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। কুচকাওয়াজ পরিদর্শন করেছেন ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। তিনি এ সময় সন্ত্রাস দমনে হাশ্‌দ আশ শাবির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, হাশ্‌দ আশ শাবি ইরাকের গর্ব। এই বাহিনী সাহসিকতা ও আত্মত্যাগকে আমি সম্মান জানাচ্ছি। বাকুবা শহরে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

গতকালের কুচকাওয়াজে এই বাহিনীর কিছু সামরিক সক্ষমতাও প্রদর্শন করা হয়। সাত বছর আগে ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি এক ফতোয়ার মাধ্যমে দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন।

এই ফতোয়ার ভিত্তিতে গঠিত হয় হাশ্‌দ আশ শাবি বাহিনী। এতে শিয়া, সুন্নি, খ্রিস্টান ও কুর্দিসহ প্রায় সব ধর্ম ও গোষ্ঠীর মানুষ রয়েছে। এটি এখন ইরাকের জাতীয় সশস্ত্র বাহিনীর অংশ। সূত্র : পার্সটুডে