ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায় দুপক্ষ।
গতকাল (বুধবার) টুইটারে দেয়া এক পোস্টে মাদুরো এসব কথা জানিয়েছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর তিনি টুইটারে ওই পোস্ট দেন।
মাদুরো বলেন, “আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি এবং আমাদের জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবেলার জন্য সহযোগিতা এগিয়ে নিতে হবে।”
এর আগে শনিবার প্রেসিডেন্ট মাদুরো এবং ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান।
সেদিন টুইটার পোস্টে মাদুরো বলেছেন, “আমি ইরানের জনগণ ও প্রেসিডেন্ট নির্বাচিত রাইসিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা শান্তি ও আমাদের মধ্যকার সহযোগিতা এবং ভ্রাতৃত্ব জোরদার করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা অব্যাহত রাখব।” সূত্র : পার্সটুডে