ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইয়েমেন

আগের সংবাদ

সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন

পরের সংবাদ

কয়েক বছরের মধ্যে রুশ-মার্কিন সম্পর্ক সর্বনিম্নে: পুতিন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২১ , ৯:৩৫ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে এখনই সর্বনিম্নে পৌঁছেছে।

আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুতিনের বৈঠক করার কথা রয়েছে। তার আগ মুহূর্তে মার্কিন এনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করলেন।

গত জানুয়ারি মাসে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন।

বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে নানা বাকবিতণ্ডার কয়েক মাস পর শেষ পর্যন্ত এই বৈঠক হতে যাচ্ছে। আশা করা হচ্ছে- আমেরিকা ও রাশিয়ার দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুসহ আন্তর্জাতিক নানা সমস্যার সমাধানের চেষ্টা চালানো হবে এই শীর্ষ বৈঠকে।

বাইডেন এবং ট্রাম্পের মধ্যে তুলনা করতে বলা হলে পুতিন বলেন, ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যারা আচরণ মার্কিন রাজনীতি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাইডেন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ব্যক্তি এবং আশা করা যায় তার সঙ্গে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে। সূত্র : পার্সটুডে