ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র শক্তিকে এগিয়ে নেয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার মন্ত্রণালয়।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন জেনারেল আমির হাতামি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখার পর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর বৈঠক হলো।
জেনারেল হাতামি জানান, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্র শিল্প বিরাট সফল্য অর্জন করেছে। এছাড়া, ট্যাংক ও সাঁজোয়াযান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে। এতে দেশের স্থলযুদ্ধের শক্তি বেড়েছে অনেকগুণ।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং শত্রুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এছাড়া, ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানি সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত দুটি ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র : পার্সটুডে