আয়ারল্যান্ড থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৫০ হাজার মানুষের আবেদন

আগের সংবাদ

যুদ্ধ-রোবটের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া

পরের সংবাদ

ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে সৌদি ড্রোন কূপোকাত

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২১ , ৯:৩৪ অপরাহ্ণ

ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয়।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী চীনে তৈরি সিএইচ-৪ মডেলের সৌদি ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। অবশ্য, এ ক্ষেপণাস্ত্রটি এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় নি।

জেনারেল সারিয়ি বলেন, সৌদি ড্রোনটি আল-জাওফ প্রদেশের আল-মারাজিক এলাকায় গোয়েন্দা মিশনে কাজ করছিল। জেনারেল সারিয়ি বলেন, ইয়মেনের আকাশে প্রবশ করাটা এখন আর কারো জন্য পিকনিক হবে না কারণ দেশের সামরিক বাহিনী নিজেদের আকাশসীমার সুরক্ষা দিচ্ছে।

সিএইচ-৪ মডেলের ড্রোন ৩০ থেকে ৪০ ঘণ্টা একটানা উড়তে পারে এবং সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। এ ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র এবং আড়াইশ থেকে সাড়ে তিনশ কেজি বিস্ফোরক বহন করতে পারে। এই মডেলের ড্রোন পাঁচ হাজার মিটার উপর থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। সূত্র : পার্সটুডে