ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইরানের সর্বোচ্চ নেতার কুদস দিবসের ভাষণ ফিলিস্তিনি মুজাহিদদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে এবং তাদের মনে বায়তুল মুকাদ্দাস মুক্ত করার পাশাপাশি মসজিদুল আকসায় একসঙ্গে নামাজ আদায়ের আশা বাড়িয়ে দিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্ব কুদস দিবস উপলক্ষে গতকাল (শুক্রবার) যে ভাষণ দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইসলামী জিহাদ আন্দোলন।
তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী জিহাদ আন্দোলনের নেতা-কর্মীরা ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ পুরোপুরি শুনেছেন এবং তা তাদের হৃদয়-মনকে আলোড়িত করেছে। ইরানের নেতার দিক-নির্দেশনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা গতকালের ভাষণে বলেছেন, এখন ফিলিস্তিনিদের বিজয় লাভের বিষয়ে আরও বেশি আশাবাদী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শক্তির ভারসাম্যে যে পরিবর্তন এসেছে তা ব্যাপকভাবে ফিলিস্তিনিদের পক্ষে গেছে।
তিনি আরও বলেন, ইহুদিবাদী শত্রুরা প্রতি বছরই ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। যে ইসরাইলি সেনাবাহিনী নিজেকে ‘সদা অপরাজেয়’ বলে দাবি করত সেই বাহিনী লেবাননে ৩৩ দিনের যুদ্ধ এবং গাজায় ২২ দিন ও ৮ দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর এখন ‘সদা পরাজিত’ বাহিনীতে পরিণত হয়েছে। সূত্র : পার্সটুডে