পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফ্রান্স। এম-৫১ নামের এ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছয় থেকে ১০টি টিএন-৭৫ থারমোনিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে।
ফ্রান্সের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি প্যারিসের সমালোচনা করে বলেছেন, পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তারা দ্বৈত নীতি অনুসরণ করছে এবং ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের বৈষম্যমূলক নীতি চাপিয়ে দিতে চায়।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২৮ এপ্রিল এম-৫১ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তাতে পরমাণু ওয়ারহেড ছিল না।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ টুইটরে দেয়া এক পোস্টে যা বলেছেন তার অর্থ দাঁড়ায়, ফ্রান্সের জন্য যা ভালো ইরানের জন্য তা ভলো নয়।”
এর আগে, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মতো ফ্রান্সও ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করেছে। অথচ নিজেরাই পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। সূত্র : পার্সটুডে