ইরানে পালিত হচ্ছে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী

আগের সংবাদ

আফগান অভিযানের জন্য কাতারে স্ট্যান্ডবাই বি-৫২ বোমারু বিমান

পরের সংবাদ

পশ্চিমাদের আগ্রাসী নীতির মোকাবেলায় রাশিয়ার প্রতি সমর্থন দিল সিরিয়া

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ , ১০:৩১ অপরাহ্ণ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউক্রেন অঞ্চলে যে আগ্রাসী নীতি নিয়ে এগোচ্ছে তা রুখে দিতে রাশিয়ার প্রচেষ্টার প্রতি সমর্থন দিচ্ছে দামেস্ক।

গতকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই সমর্থন ঘোষণা করেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বকে উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যা মোকাবেলা করছে রাশিয়া। আমরা রুশ সরকারের এই প্রচেষ্টার প্রতি সমর্থন জানাই।

প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া যে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ভূমিকা রেখে চলেছে যার কারণে পুরো বিশ্বে স্থিতিশীলতা ফিরে আসতে পারে তা নস্যাৎ করতে পশ্চিমা দেশগুলো তৎপরতা চালাচ্ছে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অনেকটা মুখোমুখি অবস্থান রয়েছে।

গতকালের ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও অর্থনীতির নানা দিক নিয়ে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করেন। এসময় প্রেসিডেন্ট বাশার আসাদ তার দেশেকে করোনা টিকা সরবরাহ করার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। সূত্র : পার্সটুডে