লন্ডনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে লকডাউন-বিরোধী বিক্ষোভ সমাবেশ

আগের সংবাদ

ইরানে পালিত হচ্ছে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী

পরের সংবাদ

সৌদির ওপর দফায় দফায় চলছে ইয়েমেনিদের ড্রোন হামলা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ , ৯:৫২ অপরাহ্ণ

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালের দিকে ইয়েমেনি ড্রোন ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক টুইটার পোস্টে একথা জানিয়েছেন। জেনারেল সারিয়ির বরাত দিয়ে আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিরা এ খবর দিয়েছে। আজকের হামলায়ও ইয়েমেনে তৈরি কাসেফ টু-কে ড্রোন ব্যবহার করা হয়।

তিনি জানান, সৌদি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ছিল অত্যন্ত নিখুত এবং সৌদি আরবের অব্যাহত বর্বর আগ্রাসনের জবাব এই হামলা চালানো হয়েছে।

গত শুক্রবার একই বিমান ঘাঁটিতে এবং আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের সামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছিল। সে হামলায়ও ইয়েমেনি বাহিনী কাসেফ টু-কে ড্রোন ব্যবহার করে। তবে আরামকো তেল স্থাপনার ওপর হামলায় সমাদ-৩ ড্রোন ব্যবহার করা হয়। সূত্র : পার্সটুডে