ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার; নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা নেই

আগের সংবাদ

লন্ডনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে লকডাউন-বিরোধী বিক্ষোভ সমাবেশ

পরের সংবাদ

‘অবন্ধুসুলভ’ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন পুতিন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ , ১০:০৫ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য একটি ডিক্রিতে সই করেছেন। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়ার কূটনৈতিক টানাপাপড়েন মারাত্মক বেড়েছে তখন তিনি এই নির্দেশ দিলেন।

গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় অবস্থিত বিদেশী মিশনগুলোতে স্থানীয় যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের সংখ্যা কমানোর নির্দেশ সম্বলিত আইনে সই করেছেন। পাশাপাশি তিনি অবন্ধুসুলভ দেশগুলোর তালিকা দেয়ার কথা বলেছেন, যে দেশগুলোর বিরুদ্ধে নানামুখী সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এরইমধ্যে এই আইন প্রকাশ করা হয়েছে। এতে মস্কোকে ক্ষমতা দেয়া হয়েছে যে, যেসব দেশ বা বৈদেশিক সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করছে কিংবা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ চুক্তি সীমিতকরণ এমনকি বাতিল করতে পারবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে- ডিক্রি প্রকাশ করার দিন থেকেই আইন হিসেবে কার্যকর হবে এবং বাতিল না করা পর্যন্ত তা বৈধ হিসেবে বহাল থাকবে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, তারা মস্কোয় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ক্রাজেভস্কিকে জানিয়েছে যে, পোলিশ দূতাবাসের পাঁচজন কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৫ মে’র মধ্যে তাদেরকে দেশ ছাড়তে হবে।

রাশিয়ার তিনজন কূটনীতিককে বহিষ্কার করার জবাবে মস্কো পোল্যান্ড দূতাবাসের এই পাঁচ কর্মীকে বহিষ্কার করছে। সূত্র : পার্সটুডে