তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করল ইরান ও পাকিস্তান

আগের সংবাদ

নির্বাচনের জন্য প্রার্থীতা রেজিস্ট্রেশন করলেন বাশার আসাদ

পরের সংবাদ

এবার প্রকাশ্য মহড়ায় যোগ দিচ্ছে ইসরাইল ও আমিরাত

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ , ১০:০৬ অপরাহ্ণ

গ্রিসে অনুষ্ঠানরত সামরিক মহড়ায় যোগ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে কথিত শান্তি চুক্তি সইয়ের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর এই মহড়ায় অংশ নিচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমানের ডগফাইট, ব্যাপকভিত্তিক বিমান হামলা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে পালিয়ে যাওয়ার অণুশীলন চালায় দু পক্ষের সেনারা।

গত রোববার মহড়া শুরু হয়েছে এবং শুক্রবার শেষ হওয়ার কথা। এর আগে ২০১৬ ও ২০১৭ সালের মহড়ায় ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি থেকে বিমান মহড়া চালিয়েছে কিন্তু এবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সহযোগিতার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এ মহড়ায় আরো অংশ নিচ্ছে সাইপ্রাস, ফ্রান্স, আমেরিকা, স্পেন ও কানাডা। মহড়ার স্বাগতিক দেশ গ্রিস।

ইসরাইলের পক্ষ থেকে এফ-১৫ এবং এফ-১৬ জঙ্গিবিমান, বোয়িং ৭০৭ রিফুয়েলিং ট্যাংকার ও গাল্ফস্ট্রিম জি-৫০৫ নজরদারি বিমান এ মহড়ায় অংশ নিচ্ছে। সূত্র : পার্সটুডে