ইরান-পাকিস্তান তাদের তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করেছে। এর মধ্যদিয়ে আশা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য এবং লেনদেন বাড়বে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
আজ (বুধবার) সীমান্ত ক্রসিং উদ্বোধন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী জোবাইদা জালাল এবং ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী মোহাম্মদ ইসমাইলি ‘পিশিন-মান্দ’ সীমান্ত ক্রসিংয়ে উপস্থিত হন।
গত ডিসেম্বর মাসে ইরান ও পাকিস্তান রিমদান-গাব্দ সীমান্ত ক্রসিং উন্মুক্ত করে। এর চার মাসের মধ্যে আরেকটি সীমান্ত ক্রসিং উন্মুক্ত করল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি যখন ইরান সফর করছেন তখন এই সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা হলো। গতকাল তিনি তিনদিনের সফরে তেহরান পৌঁছান।
সীমান্ত ক্রসিং উন্মুক্ত করার পর পাক মন্ত্রী জোবাইদা জালাল বলেন, এটি দুই দেশের জন্য মহান ও ঐতিহাসিক অর্জন। এর মধ্যদিয়ে পরিষ্কার হয়ে গেল যে, ইমরান খানের সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : পার্সটুডে