ইরান সফরে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী; আলোচনা হবে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে

আগের সংবাদ

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু

পরের সংবাদ

সৌদি আরবের আবহা বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ , ১০:১৫ অপরাহ্ণ

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন,সৌদি আরবের দক্ষিণের আবহা বিমানবন্দরে নতুনকরে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে আগ্রাসীদের অব্যাহত হামলা ও হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত হানা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেছেন,আবহা বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ সামরিক পয়েন্টে আঘাত করা হয়েছে। এতে কাসেফ-কেটু ড্রোন ব্যবহার করা হয়েছে।

সৌদি আরবের দক্ষিণে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটির পাশেই আবহা বিমানবন্দর অবস্থিত। এই দুই অবস্থান থেকেই ইয়েমেনে সবচেয়ে বেশি হামলা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

চলতি সপ্তাহেই কিং খালিদ বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

২০১৫ সাল থেকে সৌদি জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে ছয় বছরের মাথায় এসে তার একটিও অর্জন করতে পারে নি বরং দিন দিন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আগ্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। সূত্র : পার্সটুডে