‘আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনাও প্রত্যাহার করা হবে’

আগের সংবাদ

‘ইয়েমেনি তেলের জাহাজ আটকের ঘটনায় আমেরিকা-সৌদির সহযোগী হলো জাতিসংঘ’

পরের সংবাদ

বাইডেনের প্রস্তাবে রাজি ভ্লাদিমির পুতিন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ , ১০:০৬ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনার জন্য যে প্রস্তাব দিয়েছেন তাতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জো বাইডেনের আলোচনার প্রস্তাবকে পুতিন বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

মঙ্গলবার টেলিফোন আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন। যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে তখন প্রেসিডেন্ট বাইডেন এই আলোচনার প্রস্তাব দেন।

এ প্রসঙ্গে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বার বার বলেছেন যে, আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতার শীর্ষ বৈঠকের বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো তার দেশে পুতিন ও বাইডেনের বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন।

বাইডেন আলোচনার প্রস্তাব দিলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়া। সূত্র : পার্সটুডে