খুব শিগগিরই তিন টনের একটি সাবমেরিন উদ্বোধন করবে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।
জাপানের ‘কিয়োদো’ বার্তাসংস্থা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার নয়া সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে তিনটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে।
উত্তর কোরিয়া আমেরিকার ওপর চাপ বাড়াতে উপযুক্ত সময়ে সাবমেরিনের বিষয়ে ঘোষণা দেবে বলে মার্কিন ও দক্ষিণ কোরীয় সূত্রগুলো ধারণা করছে।
এর আগে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মধ্যে বৈঠকের ফলে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত কোন ফল বেরিয়ে আসেনি। ট্রাম্প কথা রাখেননি বলে উন অভিযোগ করেছেন। সূত্র : পার্সটুডে