আইন আল আসাদ ঘাঁটির পার্শ্ববর্তী এলাকা থেকে ২৪ ক্ষেপণাস্ত্র ও লঞ্চার উদ্ধার

আগের সংবাদ

লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেয়া হবে: জেনারেল

পরের সংবাদ

ট্রাম্পের সব নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতা পরিপন্থী, সব প্রত্যাহার করতে হবে: ইরান

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১ , ১০:৩৮ অপরাহ্ণ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত সব নিষেধাজ্ঞাই পরমাণু সমঝোতা পরিপন্থী। এগুলো পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

তিনি আজ (শুক্রবার) এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই সংকটের জন্ম দিয়েছে। এ কারণে এই দেশকেই আগে পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এরপর ইরান দ্রুততার সঙ্গে সত্যতা যাচাই করে একই ধরণের পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, ট্রাম্পের আমলের সব নিষেধাজ্ঞাই পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আরোপিত হয়েছে। এ ক্ষেত্রে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাবার্তা অযৌক্তিক। সব একসঙ্গে প্রত্যাহার করতে হবে।

আজ ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক কমিশনের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু ইস্যু নিয়ে কথা হয়েছে।

ইরানের আলোচক দলের প্রধান উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ভিয়েনা বৈঠকের পর বলেছেন, ইরান সহযোগিতা করতে প্রস্তত আছে। তবে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্য দেশগুলোর সদিচ্ছা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে আলোচনা অব্যাহত থাকবে কিনা। আন্তরিকতা না থাকলে আলোচনা অব্যাহত রেখে কোনো লাভ হবে না। সূত্র : পার্সটুডে