তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে চীন; আমেরিকার সতর্কবার্তা

আগের সংবাদ

ইরানবিরোধী লবিংয়ের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন মোসাদ প্রধান

পরের সংবাদ

রাশিয়ার বাজারে গাড়ি উৎপাদন করবে ইরান

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ , ১১:২৯ অপরাহ্ণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গাড়ি নির্মাণ কোম্পানি ইরান খোদরো রাশিয়ার বাজারে গাড়ি উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে। ইউরেশিয়ার বাজারে স্বল্প দামে গাড়ি সরবরাহ করার পরিকল্পনা থেকে প্রতিষ্ঠানটি এই চেষ্টা চালাচ্ছে।

ইরান আশা করছে, রাশিয়ার মতো দেশে এই গাড়ি সরবরাহ করা সহজ হবে। ইরান খোদরোর প্রধান সাবিনা নোবারি ইরানের ইকনোমিক নিউজ এজেন্সিকে বলেন, “রাশিয়ায় যেসব গাড়ির প্রতিদ্বন্দ্বিতা কম আমরা সেখানে তেমন গাড়ি উৎপাদন করব।”

আগামী ১৮ থেকে ২১ মে পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে ইউরেশিয়া এক্সপো ২০২১ অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে পশ্চিমা দেশগুলোর বাইরে ইরান তার গাড়ির বাজার সম্প্রসারণ করতে পারে। ইউরেশিয়া অঞ্চলটি ইরানের অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। এছাড়া, চীন ও রাশিয়ার সঙ্গে তেহরানের সম্পর্ক বেড়েই চলেছে। চীন যে বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ বাস্তবায়ন করতে চায় তারও গুরুত্বপূর্ণ অংশীদার ইরান। সূত্র : পার্সটুডে