ইরাকে ২ দিনে ৪ মার্কিন গাড়ি বহরে হামলা

আগের সংবাদ

রাশিয়ার বাজারে গাড়ি উৎপাদন করবে ইরান

পরের সংবাদ

তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে চীন; আমেরিকার সতর্কবার্তা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ , ১১:২৬ অপরাহ্ণ

মার্কিন সামরিক বাহিনী বলেছে, চাইনিজ তাইপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার জন্য তৎপরতা জোরদার করেছে চীন। তাইপে নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গত মাসে সিনেট প্যানেলের শুনানিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ২৫তম নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন বলেন, “আমাদের কাছে যে ইঙ্গিত আছে তাতে তাইপের ওপর হামলার ঝুঁকি বাড়ছে।” তিনি বলেন, চলতি দশকে বিশেষ করে আগামী ছয় বছরে এই ঝুঁকি স্পষ্ট হবে।

তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে। এজন্য তারা ‘এক চীন’ নীতির আওতায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। আন্তর্জাতিক সমাজও এক চীন নীতি সমর্থন করে। সারা বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নিয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেয় না বেইজিং।

সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীর কাছে চীন সামরিক মহড়া বাড়িয়েছে। তাইওয়ানও চীনের সামরিক হামলার মুখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আসছে। সূত্র : পার্সটুডে