ইসলামি প্রজাতন্ত্র ইরানের কারাগার থেকে গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ব্রিটিশ-অস্ট্রেলিয় নাগরিক কাইলি মুরি-গিলবার্ট ইরানে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার রাজনৈতিক ভাষ্যকার টিম অ্যান্ডারসন এক কলামে একথা বলেছেন। এ ক্ষেত্রে মার্কিন গণমাধ্যম যে তথ্য দিচ্ছে তা মিথ্যা বলে নিন্দা জানিয়েছেন তিনি। অ্যান্ডারসন বলেন, মার্কিন গণমাধ্যম সত্য বলার ক্ষেত্রে অসততার পথ অনুসরণ করছে।
টিম অ্যান্ডারসন হচ্ছেন অস্ট্রেলিয়ার সেন্টার ফর কাউন্টার হেজেমোনিক স্টাডিজের পরিচালক। এর আগে ইরানের গণমাধ্যমও খবর দিয়েছল যে, গিলবার্ট ইরানের ভেতরে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য আড়াই বছর ইসরাইলে প্রশিক্ষণ নিয়েছিলেন।
অ্যান্ডরাসন তার কলামে বলেছেন, আমেরিকার নিউজ মোগল রুপার্ট মারডকের সংবাদমাধ্যমগুলো ইসরাইলি গুপ্তচর গিলবার্টের সাজাপ্রাপ্তির বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে।
গিলবার্ট গত বছরের শেষ দিকে ইরানি কারাগার থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। মার্কিন গণমাধ্যম দাবি করেছে, বিনা কারণে গিলবার্ট ইরানের কারাগারে ‘দোজখবাস’ করেছেন। সূত্র : পার্সটুডে