সংসদ ভবনে হামলা ও খুনে উসকানি দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

অপহৃত শিশু অচেতন অবস্থায় উদ্ধার

পরের সংবাদ

ইরান থেকে গ্যাস-বিদ্যুৎ আমদানি: ইরাককে আবার আমেরিকার ছাড়

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২১ , ৯:১৫ অপরাহ্ণ

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করার জন্য আবারো ইরাককে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা। আগামী চার মাসের জন্য ইরাক এই সুবিধা পাবে এবং ইরানকে তার পাওনা পরিশোধ করতে পারবে।

বাগদাদে কর্মরত মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের ব্যুরো প্রধান লুসিয়া লাভলাক মার্কিন প্রশাসনের একজন মুখপাত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানান, আমেরিকা আরো ১২০ দিনের জন্য ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করতে ইরাককে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে। এ ছাড়ের আওতায় ইরানকে তার তেল ও গ্যাসের মূল্য পরিশোধ করতে পারবে ইরাক। লাভলাক ওই মুখপাত্রের নাম উল্লেখ করেন নি।

ওয়াশিংটন পোস্টের ব্যুরো প্রধান বলেন, আগের চেয়ে এবার ইরাককে আরো বেশি সময়ের জন্য ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির ছাড় দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এই প্রথম ইরাককে নিষেধাজ্ঞা ছাড় দিলেন।

২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর ফলে কোনো দেশ ইরানের সঙ্গে লেনদেন করতে পারে না। তবে মার্কিন প্রশাসন ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য ইরাককে ছাড় দিয়ে আসছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইরাক ব্যাপকভাবে ইরানের গ্যাসের ওপর নির্ভর করে। পাশাপাশি ইরান থেকে বাগদাদ সরাসরি বিদ্যুৎও আমদানি করে। সূত্র : পার্সটুডে